প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন করে ‘সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা' নামকরণ করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) 'সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা'র এক সভার সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তন করা হয়।
সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে বাংলাবাজারে অনুষ্ঠিত সভায় আগামী ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির নজরুল মঞ্চ চত্বরে ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় 'প্রতীকী বইমেলা'য় অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় একুশে বইমেলায় স্টল ভাড়ায় ৫০ ভাগ ভর্তুকি প্রদান ও ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন বরাদ্দ বাতিলের দাবি জানানো হয়। সভায় অনিবার্যকারণে 'বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি'র নাম পরিবর্তন করে 'সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকা' নামকরণ করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান সভা পরিচালনা করেন।
আজকালের খবর/বিএস