প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম

রাজধানীর বনানীর ক্যাডেট কলেজ ক্লাবে সম্প্রতি বাংলাদেশের ক্রীড়া ও সঙ্গীত অঙ্গনে ওমর খালিদ রুমির অবদান এবং কৃতিত্ব শীর্ষক একটি ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ আয়োজন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে সম্মানিত করা হয়।
সেদিন একই সঙ্গে উদযাপিত হয় ওমর খালেদ রুমির দৌহিত্র জাইয়েরের চতুর্থ জন্মদিন। জাইয়েরের মা ফারিবা ওমর লরা এবং বাবা মিতুল অস্ট্রেলিয়ার সুপরিচিত ব্যান্ড দ্য ক্রু’র সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী রোকেয়া সুলতানা, লাবু রহমান, সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, আলী সুমন, আলিফ আলাউদ্দিন, ব্যান্ড পেন্টাগণের সদস্যবৃন্দ, আশফাকুল বারী রুমন (পার্থিব), রেডিওঅ্যাকটিভ ব্যান্ডের সদস্যবৃন্দ এবং সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের গুণীজন। আয়োজনটি ছিল আবেগঘন, উষ্ণ ও স্মরণীয়।
আজকালের খবর/আতে