প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম

চলমান বিপিএলের প্রথম প্লে-অফে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনাল খেলবে এবং পরাজিত দল দ্বিতীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালস।
এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম। একাদশে সুযোগ পেয়েছেন মির্জা তাহির বেগ ও জাহিদুজ্জামান সাগর। বাদ পড়েছেন সাদমান ইসলাম ও মোহাম্মদ হারিস।
এদিকে রাজশাহীর একাদশেও দুইটি পরিবর্তন এসেছে। জাহানদাদ খান ও তানজিম সাকিবের জায়গায় একাদশে ফিরেছেন রিপন মণ্ডল ও বিনুরা ফার্নান্দো।
চট্টগ্রাম রয়্যালসের একাদশ: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আসিফ আলী, মির্জা তাহির বেগ, জাহিদুজ্জামান সাগর, শেখ মেহেদী, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমের জামাল এবং হাসান নাওয়াজ।
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, মুশফিকুর রহিম, আকবর আলী, জেমি নিশাম, রায়ান বার্ল, রিপন মন্ডল, আব্দুল গাফ্ফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।
আজকালের খবর/বিএস