সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
চিলাহাটিতে প্রাথমিক বিদ্যালয়ে তিন ছাত্রীকে মারধরের অভিযোগ
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম
নীলফামারীর চিলাহাটি মার্চেন্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির তিন ছাত্রীকে স্টিলের স্কেল দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনায় আহত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ক্লাস চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে সহকারী শিক্ষিকা শাম্মী সিরাজী চতুর্থ শ্রেণির অংকের ক্লাস নেন। ক্লাসে শিক্ষার্থীদের ১৫ থেকে ১৭ ঘরের নামতা লিখতে বলেন তিনি। 

নামতা লিখতে না পারায় ক্ষিপ্ত হয়ে তিন ছাত্রী—জুমানা আক্তার (রোল-১৪), তবিবা আলম (রোল-৮) ও মোবাশ্বিরা (রোল-৬)–কে স্টিলের স্কেল দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ।এতে জুমানার মাথায় আঘাত লাগে, তবিবার হাত কেটে রক্তাক্ত হয় এবং মোবাশ্বিরার গাল ও হাতে গুরুতর জখম হয়। আহত অবস্থায় বাড়ি ফিরে শিক্ষার্থীরা কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি তাদের পরিবারকে জানায়।

পরে অভিভাবকেরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করেন।তবিবা আলমের বাবা খোরশেদ আলম বাবু বলেন- যে পড়া স্কুলে শেখানো হয়নি, সেই পড়া না পারায় আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। জুমানা আক্তারের বাবা আব্দুল জলিল বলেন- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আচরণ হওয়া উচিত মাতৃসুলভ। কিন্তু ওই শিক্ষিকার আচরণ ছিল অমানবিক। তাঁর বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষিকা শাম্মী সিরাজী বলেন- শিক্ষার্থীরা কথা না শোনায় একটু শাসন করেছি। 

হাত কেটে গেছে, তা আমি বুঝতে পারিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু বলেন- ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নতুন তথ্য
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
শেখ হাসিনার আপিল শুনানির আগে পদত্যাগ করলেন টবি ক্যাডম্যান
নির্বাচন কমিশন কোনো চাপে নেই: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নিষিদ্ধ হয়নি: আইনজীবীকে ইসি মাছউদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft