বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
১০ কোটি নয়, ১০ হাজার কোটিতেও কেনা যাবে না: সারওয়ার আলম
সিলেট ব্যুরো
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ১০ কোটি টাকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে মালিক সাহেব কিনতে পারবেন না।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকায় জীবন ফাউন্ডেশন সেইফ হোমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

ঘটনার সূত্রপাত হয় একই দিন কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে। ওইসব প্রতিবেদনে দাবি করা হয়- সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল হলেও একই কারণে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র বাতিল হয়নি।

প্রতিবেদনগুলোতে আরও অভিযোগ করা হয়, ১০ কোটি টাকা গ্রহণের বিনিময়ে জেলা প্রশাসক এমএ মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি স্পষ্ট করে বলেন, ১০ কোটি টাকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না।

বিষয়টি নিয়ে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় সাম্প্রতিক নির্বাচন পরিস্থিতির পাশাপাশি ১০ কোটি টাকা ঘুষের অভিযোগ সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আমেরিকায় খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
সুষ্ঠু নির্বাচনে মনোযোগ দেবে ইইউ: পর্যবেক্ষণ মিশনের প্রধান
৭ দিনে এলো রেমিট্যান্স আসলো ১১ হাজার কোটি টাকা
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শোকের আবহে মহীয়সীর প্রতি সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের শ্রদ্ধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাংশায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মোশারফ হোসেন
জকসুতে শীর্ষ তিন পদেই ছাত্রশিবিরের জয়
উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোসাব্বির হত্যা: কাওরান বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft