প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম

উলিপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় আরডিআরএস প্রাঙ্গনে উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে২শত কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাফিজ রুহুল আমিন অধ্যক্ষ হযরত ফাতিমা (রা)গার্লস স্কুল ও কলেজ।
সুবল কুমার প্রামানিক রিজনাল ম্যানেজার আরডি আর এস কুড়িগ্রাম,তপেশ্বর পাল এলাকা ব্যবস্থাপক আরডিআরএস উলিপুর শাখা, শরিফ নাফে আস সাইফুর রহমান উপজেলা সমন্বয় আরডিআরএস উলিপুর, শোয়েব আহমেদ এফ এফ ডি আরআর, এস এম আতিকুর রহমান এফ এফ ডি আর আর, মশিউর রহমান এফ এফ সি এনবি, ও অফিস সহায়ক নূরনবী সরকার নাসির প্রমুখ।
আজকালের খবর/ এমকে