মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে সিলেটে ৬ আন্তর্জাতিক ফ্লাইট
সিলেট ব্যুরো
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম
ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ না করতে পেরে সিলেটর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৬টি আন্তর্জাতিক ফ্লাইট।

রবিবার ঘন কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি। ফলে এগুলো সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

এ তথ্য জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, কুয়াশার কারণে ঢাকার ৬ টি আন্তর্জাতিক ফ্লাইট আজ সিলেটে অবতরণ করেছিলো। এছাড়া আমাদের নিজস্ব আন্তর্জাতিক ফ্লাইটও আজ ছিলো। কুয়াশা কমার পর এগুলো ঢাকায় ফিরে গেছে।

তিনি বলেন, দুর্যোগের সময় ভূমিকা রাখতে পেরে আমরা খুশি।

এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, কুয়াশার কারণে ৬টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, ১টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও ১টি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

আবহাওয়া অধিদপ্তর রবিবার সকাল ৭টায় এক পূর্বাভাসে জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এছাড়া বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, বিপাকে নগরবাসী
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ডিমলায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, মোবাইল কোর্টের জরিমানা
গুমের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
যুক্তরাষ্ট্রে অর্ধেকের বেশি বাংলাদেশি সরকারি সহায়তা নেয়: ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft