বুধবার ৭ জানুয়ারি ২০২৬
হাদী হত্যা মামলার আসামির অবস্থান নিয়ে বিভ্রান্তি ও প্রকৃত তথ্য
সিরাজুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম
ফ্যাক্ট চেক:  'লোকেশনের' আড়ালে প্রযুক্তিগত সত্যটা কী?

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়েছে যে, ওসমান বিন হাদী হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের মোবাইল লোকেশন ডিওএইচএস (DOHS) এলাকার একজন বিগ্রেডিয়ারের বাসায় পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, এই তথ্যটি যে ফেইসবুক পেইজ থেকে প্রচার করা হয়েছে, সেটি কোন ভেরিফাইড অফিশিয়াল পেজ নয়। সুতরাং, তথ্যের উৎসটিই প্রশ্নবিদ্ধ এবং অননুমোদিত।

দাবিটি কতটা অযৌক্তিক আর কতটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা? আসুন প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি। 
দাবি: কল রেকর্ড ডিটেইল বা CDR এর মাধ্যমে সুনির্দিষ্টভাবে কারো বাসার ঠিকানা বের করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো ডিজিটাল ফরেনসিক ও টেলিকমিউনিকেশন প্রটোকল অনুযায়ী এটি সম্পূর্ণ অসম্ভব। প্রযুক্তিগত এবং ডিজিটাল ফরেনসিকের মানদণ্ডে শুধুমাত্র CDR (Call Detail Record) বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট বাসা শনাক্ত করা কেন অসম্ভব তার কারণ হচ্ছে-
১. সেল টাওয়ারের বিশাল পরিধি (Coverage): একটি মোবাইল টাওয়ার বা বিটিএস (BTS) যখন সিগন্যাল দেয়, তখন তা একটি নির্দিষ্ট জ্যামিতিক এলাকা জুড়ে থাকে। একটি মোবাইল টাওয়ার বা BTS-এর সিগন্যাল ৩০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত এলাকা কাভার করে। ডিওএইচএস-এর মতো উচ্চ ঘনবসতিপূর্ণ এলাকায় এই সীমানার মধ্যে শত শত বহুতল ভবন এবং হাজার হাজার ফ্ল্যাট থাকে। CDR ডেটা কেবল এটি নিশ্চিত করে যে, ব্যবহারকারী ওই টাওয়ারের সীমানার "কোথাও" ছিলেন, কিন্তু সেটি কোন বাড়ির কোন কক্ষে, তা বলা অসম্ভব।

CDR কোনো জিপিএস (GPS) কোঅর্ডিনেট বা অক্ষাংশ-দ্রাঘিমাংশ প্রদান করে না। এটি কেবল একটি 'Location Area Code' (LAC) এবং 'Cell ID' প্রদান করে। অর্থাৎ, প্রযুক্তির ভাষায় এটি একটি "বড় বৃত্তের" মতো, যেখানে অভিযুক্ত ব্যক্তি এবং ওই এলাকার সকল সাধারণ নাগরিক একই টাওয়ারের অধীনে থাকেন। তাই নির্দিষ্ট একটি বাসার নাম উল্লেখ করা সম্পূর্ণ অনুমাননির্ভর এবং কারিগরিভাবে ত্রুটিপূর্ণ।

শহরাঞ্চলে সিগন্যাল বিভিন্ন ভবনে বাধা পেয়ে প্রতিফলিত হয়। অনেক সময় ফোনের ব্যবহারকারী এক ভবনে থাকলেও তার ফোনটি পাশের অন্য কোনো টাওয়ারের সাথে সংযুক্ত হতে পারে। এই ধরনের কারিগরি জটিলতার কারণে CDR-এর তথ্য দিয়ে সুনির্দিষ্ট ঘর শনাক্ত করা আইনত এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়।

সুতরাং ডিজিটাল ফরেনসিক এবং টেলিকমিউনিকেশন প্রটোকল অনুযায়ী, CDR কোনোভাবেই একটি নির্দিষ্ট বাসার ঠিকানা নিশ্চিত করতে পারে না। সঠিক অবস্থান জানতে হলে হ্যান্ডসেটের ফিজিক্যাল জিপিএস লগ বা লাইভ ট্র্যাকিং প্রয়োজন, যা সাধারণ মোবাইল অপারেটরদের কল রেকর্ডে থাকে না। অতএব, ডিওএইচএস-এর একটি নির্দিষ্ট বাসায় অবস্থান পাওয়ার দাবিটি প্রযুক্তিগতভাবে অবাস্তব এবং বিভ্রান্তিকর।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft