অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও জাল নোটসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন ইলিশার নেতৃত্বে ভোলা সদর থানাধীন মাঝেরচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আরমান (১৯) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং আট হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
জব্দকৃত আলামতসহ আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।
আজকালের খবর/ এমকে