বুধবার ৭ জানুয়ারি ২০২৬
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন : ২০ ব্যবসায়ীর মনোনয়নপত্র দাখিল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম
দীর্ঘ ১৭ বছর পর মামলা জটিলতার অবসান হলো সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের।  সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় ব্যাবসায়ীদের মাঝে সম্প্রীতি দেখা দিয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ জন ব্যবসায়ী প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম ইয়াসিন আরাফাত-এর কাছে  মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। 

মনোনয়ন দাখিলকারী ব্যবসায়ীরা হলেন, আলহাজ্ব সামছুল হক, আলহাজ্ব নূরুল হক, আবুল মনসুর মো. শওকত, জুয়েল মিয়া, এনাম আহমেদ, মোকাররম হোসেন, মো. খসরুল আলম, আবু সুফিয়ান, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম, নূরে আলম, আব্দুস সামাদ, আমিনুল ইসলাম সেলিম, মো. শফিকুল ইসলাম, সেলিম হায়দারসহ ব্যবসায়ী প্রতিনিধি দল।

মনোনয়ন দাখিল শেষে আলহাজ্ব সামছুল হক বলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠন, যা এফবিসিসিআইয়ের নিয়ন্ত্রণাধীন। মামলা জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছর এই চেম্বারে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি আরও জানান, বর্তমানে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ৭৪৩ জন সদস্য রয়েছে। এর মধ্যে ২০ জন ডিরেক্টর এবং ৬৬ জন সাধারণ সদস্য থেকে নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

সামছুল হক আরো বলেন, বিগত সময়ে রাজনৈতিকীকরণের কারণে প্রকৃত ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আমরা রাজনৈতিক প্রভাবমুক্তভাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও জেলার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে কাজ করতে চাই।  ভবিষ্যতে নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং ব্যক্তিগত স্বার্থে কোনো মামলা দিয়ে ব্যবসায়ীদের অগ্রগতি ব্যাহত করার উদ্দেশ্য আমাদের নেই। দীর্ঘ বিরতির পর নির্বাচন আয়োজনকে ঘিরে সুনামগঞ্জের ব্যবসায়ী মহলে আশার সঞ্চার হয়েছে ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft