প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ত্রয়োদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে দল মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি নির্বাচনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি সকলের কাছে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য জন্য দোয়া চেয়েছেন।
মনোনয়নপত্র দাখিল করার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভ‚ইয়া খোকন, এ.বি.এম মমিনুল হকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি সংযুক্তঃ- জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
আজকালের খবর/বিএস