প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম

কুমিল্লা-৪ (দেবীদ্বার) থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক চারবারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের জেলা উত্তর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ।
জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে এখনো সরাসরি দেখেননি আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, হাসনাত আব্দুল্লাহকে তো আমি সরাসরি এখনও পর্যন্ত দেখি নাই। এ ছেলের সঙ্গে আমার পরিচয় নাই। তবে নতুন হিসাবে নির্বাচনী মাঠে তার সঙ্গে দেখা হবে,কথা হবে পরিচয় হবে।
তিনি আরো বলেন, ভোটের মাঠে দ্বিমুখী বুঝি না ত্রিমুখী ও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবার ও সেভাবেই নির্বাচনে কাজ করছি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে মানুষ ভোটের মাঠে যেতে পারে না। তারা এবার ভোটের প্রতি আগ্রহী। তাই আমি আশা রাখি, এবারের ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দিবে।
আজকালের খবর/বিএস