সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
কোরআন ও সুন্নাহর বাইরে আইন করতে দেব না : ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম
কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ ক্রান্তিকাল পার করছে, আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। সবাইকে সাবধান থাকতে হবে। এই দেশে কোরআন ও সুন্নাহের বাইরে কোনো আইন করতে দেব না।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। নিজেদের মধ্যে ভুল করে বিভেদ অনৈক্য সৃষ্টি করে যেন চক্রান্তকারীদের হাতে না পড়ি। এমন হলে দেশ এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।

বিএনপি মহাসচিব বলেন, অনেকেই বিভ্রান্ত ছাড়ান আমরা কোরআন ও সুন্নাহের আইন চাই না। আমরা কোরআন ও সুন্নাহের মধ্যে থাকতে চাই। আমি গর্বিত। আমি একজন মুসলমান, ইসলাম সত্য ও ন্যায়ের পথে সবসময় নিয়ে যায়।ইসলাম শান্তির ধর্ম, আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি বিরাজ করুক। বিএনপি ক্ষমতায় আসলে এই জেলার মানুষ ও দেশের উন্নয়নে কাজ করবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে খতিব, ইমাম, মাওলানাদের মাসিক সন্মানী ও ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের মাসিক সন্মানীসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।
 
তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কাজে অবদান রেখে গেছেন। তিনি পবিত্র মক্কা শরিফের আরাফাতে একটি নিম গাছ রোপন করেছিলেন, সেই গাছ জিয়া গাছ নামে পরিচিত। বিএনপি সেই পথের পথিক। দেশের শতকরা ৯০ভাগ মানুষ মুসলমান,আমাদের ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার জন্য বিএনপিই সবচেয়ে বেশি ভ’মিকা পালন করেছে। সকলের সহযোগীতায় আমরা সামনের দিকে এগিয়ে চলেছি।

মির্জা ফখরুল আরো বলেন, গত ১৭ বছর এই দেশের মানুষ জঙ্গির ভয় থেকে মুক্তি পেয়েছে। ছাত্রজনতার আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। তবে এই আন্দোলনে প্রায় দুই জার জনকে প্রাণ দিতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তার সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তিনি এখন খুবই অসুস্থ। তিনি তার সারাজীবন মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবর রহমান তুহিন, হাফেজ মো. রশিদ, বড় মসজিদের ইমাম খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নতুন তথ্য
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
শেখ হাসিনার আপিল শুনানির আগে পদত্যাগ করলেন টবি ক্যাডম্যান
নির্বাচন কমিশন কোনো চাপে নেই: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নিষিদ্ধ হয়নি: আইনজীবীকে ইসি মাছউদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft