প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ পিএম

কক্সবাজারের টেকনাফে নানা রোগে আক্রান্ত অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে একদিনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগাক্রান্ত হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় চিকিৎসকের দায়িত্ব পালন করেন মেজর মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ ও মেজর নওরীন নাজ আহমেদ।
চিকিৎসা নিতে আসা সেবা প্রার্থীরা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং বিজিবি'র প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, অসহায়
ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবাতেও বিজিবি সদা প্রস্তুত। এমন উদ্যোগ দুর্গম সীমান্ত এলাকার হতদরিদ্র মানুষের জন্য আশার আলো হয়ে থাকবে।
আজকালের খবর/বিএস