প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচ চলাকালীন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বাসি ও মানহীন খাবার পরিবেশনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসবক্সে খাবার বিতরণের সময় সাংবাদিকরা তা প্রত্যাখ্যান করেন। এর আগে শুক্রবার দেওয়া খাবার ছিলো অত্যান্ত নিম্নমানের ও বাসি।
খাবার পরিবেশনের সময় খাবারের মান নিয়ে প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাসি খাবার দেখে সকল সাংবাদিক সমস্বরে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান ও এ নিয়ে বিতর্ক দেখা দেয়।
একাধিক সাংবাদিকদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়।
বিশ্বস্ত সূত্র জানায়, বিপিএল আয়োজকদের এই অবহেলা সাংবাদিকদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে।
এ ঘটনার পর স্টেডিয়াম কর্তৃপক্ষ ও বিপিএল আয়োজকদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট ক্রিকেট স্টেডিয়াম মিডিয়া কো-অর্ডিনেটর দেওয়ান তায়েফ হাসান চৌধুরী বলেন, এটা বাসি খাবার না, তাদের দাবি রাতের খাবার দেয়ার জন্য। সাংবাদিকরা লম্বা সময় ধরে বসে থাকেন তাই তাদেরটা ব্যবস্থা করা হচ্ছে।
আজকালের খবর/বিএস