প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে রাতের আঁধারে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার দিনগত রাতে যেকোন সময় এদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
এরপর এরা সীমান্ত থেকে চার কিলোমিটার পায়ে হেটে এসে দর্শনা বাসস্ট্যান্ডে টার্মিনালে আশ্রয় নেয়। এরা সবাই এক পরিবারের। পুরুষ ৫ জন, নারী ৬ জন, শিশু ৪ জন। এরা সবাই হিন্দি ভাষাভাষী।
পুশইন হওয়া ব্যক্তিরা জানায়, তারা সবাই মুসলিম। ভারতের উড়িষ্যার নাগরিক। সেখানে তাদের বাড়িঘর আছে। ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশী অপবাদ দিয়ে ধরে জেলে পাঠায়। এ সময় তাদের আধার কার্ড, রেশন কার্ড কেড়ে নেয়। এরপর উড়িষ্যার জেলে ছিল একমাস পাঁচদিন। সেখান থেকে দু'দিন আগে কলকাতায় নিয়ে আসে। তারপর নদীয়া জেলার গেঁদে সীমান্ত এনে কাঁটাতারের বেড়ার গেট খুল মধ্য রাতের পর বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
শুক্রবার রাত দশটার দিকে এদের দর্শনা বাসস্ট্যান্ডে স্থানীয়রা শীতের পোশাক ও খাবার দিয়ে সহযোগিতা করে একটি দোকানের সামনে রাখে।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা এসে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এদের অনেকেই অসুস্থ। হাসপাতালে নিয়ে আগে চিকিৎসা করানো হবে। তারপর ডিসি -ইউএনও স্যার পরবর্তী ব্যবস্থা নেবেন।
আজকালের খবর/বিএস