বুধবার ৭ জানুয়ারি ২০২৬
FWV ও SACMO-দের মানসিক স্বাস্থ্য দক্ষতা জোরদারে লাইট হাউসের ৪ দিনব্যাপী ToT সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ পিএম
কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার সক্ষমতা জোরদারের লক্ষ্যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV) ও সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO)-দের জন্য চার দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Training of Trainers-ToT) সফলভাবে সম্পন্ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস।

২১ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণটি লাইট হাউস কর্তৃক পরিচালিত হয়। এটি “নাগরিকতা” কর্মসূচির আওতায় বাস্তবায়িত “Ensuring Citizens' Rights and Climate Justice through an Inclusive Approach to Strengthen Capacity of Gender Activists, CSO and CBOs” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।

এই ToT প্রশিক্ষণে রাজশাহী, নাটোর, জয়পুরহাট, যশোর, বগুড়া ও সাতক্ষীরা—এই ছয় জেলা থেকে আগত মোট ২৪ জন FWV ও SACMO অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ জেলার উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এর ফলে স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারিত হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবাটি আরও সহজলভ্য ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞরা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মুহাম্মদ মারুফুল হক, সহকারী অধ্যাপক, মনোরোগ বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া; ডা. মুহাম্মদ আজিজুল হাকিম, এমডি (মনোরোগ), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ; এবং ডা. শেখ মাহবুব আহমেদ, রেজিস্ট্রার, মনোরোগ বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে মানসিক স্বাস্থ্য ও মানসিক রোগ বিষয়ে প্রচলিত ভুল ধারণা, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক পরিবর্তন, কার্যকর কাউন্সেলিং কৌশল, প্রযুক্তিনির্ভর সহিংসতা (Technology Facilitated Violence), জেন্ডার সংবেদনশীলতা এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক কৌশলসহ সময়োপযোগী বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। দলগত আলোচনা, কেস স্টাডি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিষয়গুলো গভীরভাবে অনুধাবনের সুযোগ পান।

প্রশিক্ষণের শেষ দিনে লাইট হাউস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ সেশন পরিচালনা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাসির আহমেদ, পরিচালক (MCH-S), পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মুহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী পরিচালক (MCH), পরিবার পরিকল্পনা অধিদপ্তর; প্রসেনজিৎ প্রণয় মিশ্র, উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বগুড়া; এবং ডা. শামসুজ্জামান কিরণ, সহকারী পরিচালক (এডি), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বগুড়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে FWV ও SACMO-দের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে এ ধরনের প্রশিক্ষণকে সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্ত করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা। এ ধরনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ মাঠপর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই প্রথম লাইট হাউস FWV ও SACMO-দের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে ToT আয়োজন করেছে, যা প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের এই জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

প্রশিক্ষণার্থীরা জানান, এ ToT প্রশিক্ষণের মাধ্যমে তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। প্রশিক্ষণ শেষে নিজ নিজ উপজেলায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যসেবায় আরও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft