প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-খুলনা মহসড়কের কালিজিরা চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে বিদেশি মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাতে জেলা পুলিশের নলছিটি উপজেলার কালিজিরা এলাকায় বসানো অস্থায়ী চেকপোস্টে প্রাইভেটকারে তল্লাসি চালিয়ে এক লিটার বিদেশি মদসহ ৪ জনকে আটক করা হয়।পরে তাদের নলছিটি থানায় সোর্পদ করা হয়।
পুলিশ জানায়,আটককৃতদের মধ্যে ফারুক হোসেনের বাড়ি ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায়। আটকৃকৃতরা বন্ধু ফারুকের সাথে প্রাইভেটকারে মদ নিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
আটককৃতরা হল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান, বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন, ময়মনসিংহ কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান ও ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/বিএস