ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে শুক্রবার জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে জেলা নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মিছিলটি কলেজ মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং ঝালকাঠি-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে। বিকাল ৩টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল, ফলে দুপাশে শতাধিক যান আটকে পড়ে, যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং “হাদি হবো, আমরা সবাই হাদি*”, “হাদির হত্যার বিচার চাই*” স্লোগানে শহর মুখরিত করে তোলে।
নেতারা বলেন, “ওসমান হাদির রক্ত বৃথা যাবে না, দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”