বিএনপির চেয়ারপার্স ন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় গাজীপুর মহানগরীর ২৭ নং ওয়ার্ডের তালুকদার পুকুর পাড়ে শুক্রবার সন্ধ্যায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
গাজীপুর মহানগর কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজউদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচি জনসমাগম ও আবেগঘন পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ডক্টর শহিদুজ্জামান, সাবেক সহ সভাপতি আহমদ আলী রুশদি, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ,২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইনুদ্দিন তালুকদার, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং তার দ্রুত আরোগ্য লাভের আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর মহানগর ওলামা দলের আহ্বায়ক কাজী মোস্তফা কামাল খোকন। বিশেষ মোনাজাতে দেশনেত্রীর রোগমুক্তি, দেশের শান্তি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন-২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রহিম মোল্লা, গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনসুর আহমেদ, বাসন মেট্রো থানা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা জুবায়ের আলম, ওলামা দলের সদস্য মহিম উদ্দিন, এটিএম নুরুল ইসলাম, মাটি মনির, আসলাম মিয়া, লেহাজ উদ্দিন, হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়া বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যর্থানের সম্মুখ যোদ্ধা ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একটি মানবিক ও ধর্মীয় আবহ তৈরি করে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আজকালের খবর/ এমকে