প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম

এক অনন্য নাম সাংবাদিক আবু সাইদ। তিনি সর্বপ্রথম উত্তরবঙ্গের বিখ্যাত "দৈনিক আজ ও আগামীকাল" পত্রিকায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তার পাশাপাশি বাংলাদেশের মুখপত্র নামে খ্যাত জাতীয় ' দৈনিক সংবাদ ' পত্রিকায় দীর্ঘ ১২ বছর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সেই সময় অত্যন্ত সাহসি এবং বস্তুনিষ্ঠ লিখনীর জন্য, তার খ্যাতি জেলা-উপজেলার গন্ডি পেরিয়ে বহুদূর পর্যন্ত। তাছাড়াও তিনি ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় ' দৈনিক আজকালের খবর ' পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
তিনি প্রায় ৩ যুগ ধরে তার সাংবাদিকতা জীবনে ছিলেন ভালো মানুষদের ভরসা এবং দুর্নীতিবাজদের যম। তার কলমের খোঁচায় তার নিজ উপজেলায় হয়েছে অসংখ্য উন্নয়ন এবং অধিকার বঞ্চিতরা পেয়েছে তাদের অধিকার। নওগাঁ জেলা এবং বদলগাছী উপজেলাবাসী তাকে একজন আদর্শ এবং ব্যতিক্রমধর্মী সাংবাদিক হিসেবে গণ্য করতেন। বহু নবীন-তরুণ সাংবাদিক তার আদর্শ এবং লিখনী অনুসরণ করে সাংবাদিকতায় এসেছেন। শুধু সাংবাদিকতায় নয়, নওগাঁ জেলার সাংস্কৃতি অঙ্গনে সঙ্গীত শিল্পী, গীতিকার এবং কবি হিসেবেও ছিল তার বেশ খ্যাতি।
এই বরেণ্য সিনিয়র সাংবাদিক আবু সাইদ গত বছর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। কাঁদিয়ে যান তার পরিবারসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। আজ এক বছর পেরিয়ে গেলেও আজও তিনি সকলের মনের মাঝে বেঁচে আছেন। তার স্মৃতি প্রায়ই জেলার বিভিন্ন পাড়ায়-পাড়ায়, চায়ের দোকানে স্বরণ করে তার স্বজনরা অশ্রুশিক্ত হয়ে পড়েন। তার দেখানো পথ এবং ভালো উপদেশ আজও মানুষ স্মরণ করে চলেন।
আজ তার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গুণী মানুষটির পরিবার আত্নীয়-স্বজনরা সকলের নিকট দোয়া চেয়েছেন।
আজকালের খবর/বিএস