বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
ঢাকায় প্রথম কার্বন নিউট্রাল সাস্টেইনেবিলিটি কনফারেন্স অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম
সাস্টেইনেবিলিটি অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করে কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশ শেরাটন ঢাকায় দেশের প্রথম কার্বন নিউট্রাল সাস্টেইনেবিলিটি কনফারেন্স ২০২৫ এর আয়োজন করে। 

সম্প্রতি অনুষ্ঠিত এই আয়োজনটি “সেইপিং এ  সাস্টেইনেবল ফিউচার টুগেদার” প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠানটিতে ৫০ টিরও বেশি টেক্সটাইল ব্র্যান্ড এবং দেশ-বিদেশ থেকে আগত ৫০০-এর অধিক অতিথি, অংশীদার, শিল্পনেতা ও সাস্টেইনেবিলিটি এক্সপাট অংশ নেন।

কনফারেন্সে সাপ্লাই চেইন জুড়ে দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা অগ্রসর করতে কন্ট্রোল ইউনিয়নের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বৈশ্বিক সাস্টেইনেবিলিটি ট্রেন্ড, উদীয়মান প্র্যাকটিস এবং ব্যবসাগুলো কীভাবে কন্ট্রোল ইউনিয়নের সাথে যৌথভাবে আরও টেকসই ও স্থিতিশীল অপারেশন গড়ে তুলতে পারতো উপস্থাপন করতে আঞ্চলিক ও স্থানীয় টেক্সটাইল বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

কন্ট্রোল ইউনিয়নের নেতৃত্বে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল চেয়ারম্যান মি. ডার্ক টাইচার্ট এবং কন্ট্রোল ইউনিয়ন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল ইসলাম খান।

একটি বিশেষ সেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের সেই অগ্রণী প্রতিষ্ঠানগুলো, যারা বাংলাদেশে প্রথমবারের মতো গ্লোবাল গ্যাপ, ও.বি.পি (ওশেন বাউন্ড প্লাস্টিক),নাটিভা এবং ইউএসডিএ -এনওপি সহ বিশ্বের শীর্ষমানের সার্টিফিকেশন অর্জন করেছে। তাদের সাফল্য রিজেনারেটিভ এগ্রিকালচার, রেসপন্সিবল সোর্সিং, অর্গানিক উৎপাদন এবং প্লাস্টিক রিসাইক্লিং এর মতো খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বকে প্রতিফলিত করে।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান। 

কনফারেন্সে কি-নোট স্পিচ প্রদান করেন হেড অফ ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, নিকোলাস জান (কুস) ডিজকস্ট্রা, এম্ব্যাসি অফ দি কিংডম অফ দি নেদারল্যান্ডস ইন বাংলাদেশে
বক্তারা ক্রমবর্ধমান বৈশ্বিক জলবায়ু ঝুঁকির প্রেক্ষাপটে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা শিল্পখাতকে রিজেনারেটিভ প্র্যাকটিস গ্রহণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং বর্জ্য ও নিঃসরণ কমানোর প্রযুক্তি ব্যবহারে অনুপ্রাণিত করেন। কনফারেন্সের মূল লক্ষ্য ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে কেবল নিয়ম মেনে চলার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাস্টেইনেবিলিটিতে অগ্রণী ভূমিকা পালনে অনুপ্রাণিত করা।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
নিরাপত্তা শঙ্কায় সাময়িক বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার
ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী ও হাদির ছবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft