বুধবার ৭ জানুয়ারি ২০২৬
খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষির লক্ষ্য
গাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫ এএম
জলবায়ু পরিবর্তন, মাটির অবক্ষয় ও বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় রিজেনারেটিভ কৃষিকে ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার অন্যতম কার্যকর সমাধান হিসেবে তুলে ধরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি হয়েছে।

 আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে 'Regenerative Agriculture for Food Security' শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের কার্যক্রম শুরু হয় কৃষিকে টেকসই ও জীবন্ত রাখার জন্য বিজ্ঞান, নতুন চিন্তা ও বাস্তব প্রয়োগ শীর্ষক আকর্ষণীয় কারিগরি সেশনের মাধ্যমে। এতে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও কৃষি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এক প্রাণবন্ত জ্ঞানভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি সংস্থা অ্যাগ্রোস্পেস-এর প্রধান ড. স্টিফেন মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. স্টিফেন ময়নুল হক এবং পাকিস্তানের ইসলামিয়া ইউনিভার্সিটি অব বাহাওয়ালপুর-এর অধ্যাপক ড. ওয়াজিদ।

সম্মেলনে গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষকবৃন্দ এবং দেশ-বিদেশ থেকে আগত নিবন্ধিত গবেষকরা অংশ নেন।

সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ১০টি থিমেটিক এরিয়ায় উপস্থাপিত হয় উচ্চমানের গবেষণাপত্র। এসব গবেষণায় রিজেনারেটিভ কৃষি প্রযুক্তি, মাটির স্বাস্থ্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নতুনভাবে আলোচিত হয়। সমাপনী অধিবেশনে গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন সায়েন্টিফিক কমিটির সদস্য ড. মিজানুর রহমান।

এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ওরাল, পোস্টার ও ওরাল ফ্ল্যাশ ক্যাটাগরিতে নির্বাচিত গবেষকদের হাতে আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাসীহুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় রিজেনারেটিভ কৃষি ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি। এই গবেষণাগুলো বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতকে আরও টেকসই করা সম্ভব।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন, মাটির অবক্ষয় ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় রিজেনারেটিভ কৃষি একটি কার্যকর ও সময়োপযোগী পথনির্দেশনা। এই সম্মেলন জ্ঞান বিনিময়, নীতি সংলাপ ও ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মেলন থেকে প্রাপ্ত গবেষণালব্ধ জ্ঞান ও সুপারিশসমূহ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাস্তব ও দীর্ঘমেয়াদি অবদান রাখবে।

সমাপনী পর্বে অর্গানাইজিং কমিটির কনভেনর ও গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ সকল অতিথি, গবেষক, স্পনসর ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক সম্মেলন নবীন গবেষণা, উদ্ভাবন, নীতিগত সংলাপ ও ভবিষ্যৎ সহযোগিতার এক উৎকৃষ্ট সমন্বয়ের মাধ্যমে রিজেনারেটিভ কৃষিকে এগিয়ে নেওয়ার নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft