প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে নিজ জেলা ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ইলেন ভূট্টো।
সমাবেশে বক্তব্য রাখেন- ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ইলেন ভূট্টো বলেন,আমাকে ঝালকাঠি নলছিটি আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাডাম বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নমিনেশন দিয়েছেন। আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদ জানাই ও দোষিদের দ্রুত আইনের আওতায় আনারদাবী করছি। আরো বক্তব্য দেন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার, রবিউল ইসলাম তুহিন, মুসফিকুর রহমান বাবু ও গিয়াস সরদার আল দিপু,বাচ্চু খানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলা পরিকল্পিত। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজকালের খবর/বিএস