প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার ভোটকেন্দ্রের প্রধানদের নিয়ে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার উদ্যোগে আয়োজিত এই সমন্বয় সভাটি মঙ্গলবার মাদারীপুর সদর উপজেলায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্রগুলোতে কিভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কেন্দ্র প্রধানদের কাছ থেকে মতামত নেওয়া হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ভবনগুলোর বর্তমান অবস্থা, কক্ষের সংখ্যা, বাউন্ডারি ওয়ালসহ সামগ্রিক ভৌত অবকাঠামোর তথ্য পর্যালোচনা করা হয়।
এ বছর প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনার কথা জোর দিয়ে বলা হয়। যেসব বিদ্যালয়ে ইতোমধ্যে ক্যামেরা আছে, সেগুলোর অকেজো ক্যামেরা দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়।
সমন্বয় সভায় নির্বাচন কর্মকর্তা শামিম আহম্মেদ কেন্দ্র প্রধানদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন,
"সিসি ক্যামেরা দিয়ে শুধু কেন্দ্রগুলোই নয়, কেন্দ্র প্রধানসহ কেন্দ্রে দায়িত্বরত সকলকেই পর্যবেক্ষণ করা হবে। কেন্দ্রে নিয়োজিত কারো অবহেলার কারণে যদি কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, কেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও কেন্দ্র প্রধান নিজে দেখবেন। একইসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক তাদের নিজ নিজ অফিস রুমে বসেই সিসি ক্যামেরার ভিডিওর মাধ্যমে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার ব্যবস্থা রাখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বচন কর্মকর্তা শামিম আহম্মেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
আজকালের খবর/বিএস