প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম

পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের টাউনক্লাব সড়কের শের-ই-বাংলা পাবলিক লাইব্রেরির সামনে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক বৈষম্য হ্রাস এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।
মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা সভাপতি মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মো. বাছির তালুকদার,জেলা মিডিয়া সেক্রেটারি মো. শাহিন ফকির,সদর থানা সভাপতি মাসুম বিল্লাহ, ইন্দুরকানি সভাপতি ফুলু মিয়া হাওলাদার রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ প্রিন্স।
বক্তারা বলেন, ”বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই” এই মূলমন্ত্রে মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সমাজের প্রতিটি মানুষ তার নিজস্ব অবস্থান থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে বৈষম্য, সহিংসতা ও অন্যায়ের প্রতিরোধ সম্ভব।
আজকালের খবর/বিএস