বুধবার ৭ জানুয়ারি ২০২৬
কলেজ শিক্ষক নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম
বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে বামনা সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (গত ৫ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় বরগুনার গৌরিচন্না ইউনিয়নের বাইসতবক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 
 
হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে  লিটনকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে হাত দিয়ে ফেরানোর চেষ্টা করলে তার ডান হাতের দুইটি আঙ্গুল কেটে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে  ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এই হামলার প্রতিবাদে সোমবার  (৮ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় তার কর্মস্থল  বরগুনার  বামনা সরকারি ডিগ্রি কলেজের সামনের সড়কে  মানববন্ধনের আয়োজন করেন উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের   শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বামনা সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন, হিসাব বিজ্ঞান,  বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগ, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ  মোঃ জাকির হোসেন  বাংলা বিভাগ, বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান  বিপ্লব, তথ্য ও যোগাযোগ বিভাগ, বামনা সরকারি ডিগ্রি কলেজের  প্রভাষক মো. রিয়াদুল কাদের, ইংরেজি বিভাগ , সরকারি ডিগ্রি কলেজের মো. শামসুল আলম ইসলাম শিক্ষা বিভাগ,  বামনা সরকারি ডিগ্রি কলেজের  প্রভাষক   মো. আরিফ হোসেন, ইসলাম শিক্ষা বিভাগ, সরকারি ডিগ্রি কলেজের  প্রভাষক  মো. ওসমান হাওলাদার অর্থনীতি বিভাগ , সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. ইদ্রিস মিয়া ইতিহাস বিভাগ, সরকারি ডিগ্রি কলেজের  প্রভাষক মো. আসাদুজ্জামান, জীব বিজ্ঞান বিভাগ ,  বামনা সরকারি সারোয়ার জান মডেল উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক মোঃ মোশাররফ হোসাইন, প্রাথমিক বিঃ  শিক্ষক প্রতিনিধির সভাপতি মোঃ সগীর হোসেন, সাধারণ  সম্পাদক মো. আব্দুল হক,  শিক্ষার্থী মো. ইমরান সিকদার আহবায়ক বামনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল প্রমুখ। 

মানববন্ধন সঞ্চালনায করেন, সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. সাইদুজ্জামান মাসুদ। 

এসময়  বক্তারা অপরাধীদের  গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন,  অন্যথায় পরবর্তীতে কঠিন কর্মসূচির ঘোষণা করবেন বলে জানান। 

আহত শিক্ষক মো. নুরুল ইসলাম লিটন বলেন, জমিটি আমাদের পরিবার দীর্ঘ প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করছে। বিভিন্ন সালিশ-বিচারে সিদ্ধান্তও আমাদের পক্ষেই রায় এসেছে। জমি দখল করার সময় আমি প্রতিবাদ করলে আমার ওপর হামলা চালানো হয়।

আজকালের খবর/বিএস  








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft