বুধবার ৭ জানুয়ারি ২০২৬
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি)আবু সাঈদের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জেলা প্রশাসক জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। 

রবিবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সাধারণ সম্পাদক আবু জাফর, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম  রেজাউল ইসলাম শমীম,সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ পিরোজপুর জেলায় কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময়কালে জেলার সাংবাদিকবৃন্দ অত্যন্ত সাহসিকতা ও আন্তরিকতার সাথে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। তাঁদের বক্তব্যে জেলার দীর্ঘদিনের সমস্যা, যেমন— নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ, বেড়িবাঁধের দুর্বলতা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ রোধে কঠোর অবস্থান গ্রহণের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। সাংবাদিকরা বলেন, জেলার সমস্যা সমাধানে এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা প্রচারে তারা সর্বদা জেলা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত,সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় মনোযোগ সহকারে শোনেন জেলা প্রশাসক  আবু সাঈদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ লেখনী একদিকে যেমন সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তেমনি অন্যদিকে জনগণের সমস্যাগুলোও নীতিনির্ধারকদের সামনে তুলে আনে।

তিনি পিরোজপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ডিসি আরও বলেন, পিরোজপুরের সুষম উন্নয়ন এবং একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আশ্বাস দেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকরা সবসময় সব ধরনের সহযোগিতা পাবেন।

আবু সাঈদ জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন যে, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় পিরোজপুরের গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft