প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি)আবু সাঈদের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জেলা প্রশাসক জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।
রবিবার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সাধারণ সম্পাদক আবু জাফর, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শমীম,সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ পিরোজপুর জেলায় কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলার সাংবাদিকবৃন্দ অত্যন্ত সাহসিকতা ও আন্তরিকতার সাথে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। তাঁদের বক্তব্যে জেলার দীর্ঘদিনের সমস্যা, যেমন— নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ, বেড়িবাঁধের দুর্বলতা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ রোধে কঠোর অবস্থান গ্রহণের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। সাংবাদিকরা বলেন, জেলার সমস্যা সমাধানে এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা প্রচারে তারা সর্বদা জেলা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত,সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় মনোযোগ সহকারে শোনেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ লেখনী একদিকে যেমন সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তেমনি অন্যদিকে জনগণের সমস্যাগুলোও নীতিনির্ধারকদের সামনে তুলে আনে।
তিনি পিরোজপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ডিসি আরও বলেন, পিরোজপুরের সুষম উন্নয়ন এবং একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আশ্বাস দেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকরা সবসময় সব ধরনের সহযোগিতা পাবেন।
আবু সাঈদ জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন যে, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় পিরোজপুরের গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
আজকালের খবর/বিএস