পিরোজপুরে ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে পালিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য ছিল “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক আগ্রগতি ত্বরান্বিত করি”।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০.৩০ মিনিটে জেলা সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালির পর শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল কবির, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল আউয়াল, জেলা সমাজসেবা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা প্রতিবন্ধীদের প্রতি সম্মান ও সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের বিভিন্ন সমস্যার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবন্ধীদের সহযোগিতা করবো।”
আজকালের খবর/ এমকে