প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম

খেলাপি ঋণ অবলোপনে সময়ের বাধা-নিষেধ তুলে নিল বাংলাদেশ ব্যাংক। কোনো ঋণ মন্দ ও ক্ষতিজনক মানে খেলাপি হলে তা অবলোপন করা যাবে।
বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ— এরূপ ঋণ হিসাব অবলোপন করা যাবে। তবে, কালানুক্রমিকভাবে অধিকতর পুরোনো মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণসমূহ অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা যাবে। এ ক্ষেত্রে কোনো ঋণ হিসাব অবলোপনের অন্যূন ১০ কর্মদিবস পূর্বে ঋণগ্রহীতাকে নোটিশ দেওয়ার মাধ্যমে ঋণ অবলোপনের বিষয়টি অবহিত করতে হবে।
ঋণ অবলোপনে সম্পর্কিত নির্দেশনা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বিআরপিডি সার্কুলার নং-০৪/২০২৪ এর অনুচ্ছেদ ২(১)-এ এই নির্দেশনা প্রতিস্থাপিত হবে।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ২০২৪ সালের এ সম্পর্কিত সার্কুলারের ২(১)-এ বলা হয়েছে, “যে সকল ঋণ হিসাব দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত রয়েছে সে সকল ঋণ হিসাব অবলোপন করা যাবে।“ এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আজকালের খবর/বিএস