প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম

বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর প্রথম প্রতিক্রিয়ায় কংগ্রেস এমপি ও বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন, নির্বাচন শুরু থেকেই ন্যায়সঙ্গত ছিল না।
শুক্রবার তিনি এক্সে লিখেছেন, বিহারের ভোটাররা মহাজোটে তাদের আস্থা প্রকাশ করেছেন, কিন্তু ফলাফল বিস্ময়কর। এই নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হয়নি। এটি শুরু থেকেই সুষ্ঠু ছিল না। তিনি আরও বলেন, আমাদের বড় লড়াই হলো সংবিধান ও গণতন্ত্রের রক্ষার জন্য।
রাহুল গান্ধী সরাসরি ‘ভোট চুরির’ উল্লেখ করেননি। এর আগেও তিনি বিহারে ভোটার অধিকার যাত্রা চালিয়েছিলেন। তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কংগ্রেস ও ইন্ডিয়া অ্যালায়েন্স আগামীতে ফলাফল বিশ্লেষণ করে গণতন্ত্র রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন।
বিহারের নির্বাচনে কংগ্রেস কেবল ৬টি আসন জিততে সক্ষম হয়েছে। ২০২০ সালে কংগ্রেস ৭০টি আসনের মধ্যে ১৯টি জয় করেছিল। অন্য প্রধান জোট সদস্য আরজেডি এবার ১৪৩ আসনের মধ্যে মাত্র ২৫টি জিতেছে, যা আগের নির্বাচনের ৭৫টির তুলনায় কম।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগেও অভিযোগ করেছেন, সংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে গণতন্ত্র দুর্বল করার চেষ্টা হচ্ছে। খারগে বলেছেন, জনগণের সিদ্ধান্তকে আমরা সম্মান করি, কিন্তু যারা সংবিধান ও গণতন্ত্র দুর্বল করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তিনি দলের কর্মীদের অনুপ্রাণিত করে বলেছেন, আপনাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা আমাদের গর্ব ও শক্তি। আমরা জনগণের মধ্যে থেকে সংবিধান রক্ষায় লড়াই চালাব এবং সত্য, সাহস ও উৎসর্গ নিয়ে এই লড়াই চালিয়ে যাব।
আজকালের খবর/বিএস