শনিবার ১৫ নভেম্বর ২০২৫
বিহারে এনডিএ জোটের বড় জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম
ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোট বড় জয় লাভ করেছে। এই জোটে রয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড (জেডিইউ), বিজেপি ও আরও কয়েকটি দল।

২৪৩ সদস্যের বিধানসভায় এনডিএ জোট ২০২টি আসন জিতেছে। এর মধ্যে বিজেপি ৮৯টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস ও বামপন্থি দলগুলোর 'মহাজোট' ভরাডুবি হয়েছে।

নীতীশ কুমারের প্রত্যাবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ প্রকল্প, যার আওতায় গত দুই মাসে প্রায় ১.২৫ কোটি নারীকে ১০ হাজার রুপি প্রদান করা হয়েছে।

নীতীশ কুমারের রাজনৈতিক জীবন দীর্ঘ ও ওঠাপড়ার মধ্য দিয়ে গেছে। তিনি ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন, ২০০৫ সালে পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সালের আগে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এরপর বিজেপি ছাড়লেও ২০১৭ সালে ফের এনডিএ জোটে যোগ দেন এবং ২০২২ সালে বিরোধী মহাজোটে চলে যান। গত বছরের জানুয়ারিতে আবার বিজেপির সঙ্গে হাত মেলান এবং এবারের নির্বাচনে এনডিএ জোটের নেতা হিসেবে নেতৃত্ব দেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশের গন্ডি পেরিয়ে ফারদিন এখন আন্তর্জাতিক অঙ্গনে
নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ
ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে নির্বাচিত সরকার : শিল্প উপদেষ্টা
আজ থেকে চালু হলো পুলিশের নতুন পোশাক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লকডাউনের পর এবার শাটডাউন আতঙ্ক
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি ঘাতক লিমন মিয়ার
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি নিহতের বন্ধু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft