প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম

অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য সুখবর- নতুন ক্রসওভার সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর টিজার শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। তবে চমক হচ্ছে, টিজারটি অনলাইনে আসার আগেই এক জনপ্রিয় ইনসাইডার ইতিমধ্যেই দেখেছেন। খবর লিগাডো ডা মার্ভেলের।
‘মাই টাইম টু শাইন’ নামে সুপরিচিত এই মার্ভেল লিক স্কুপার এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) লিখেছেন, আমি ডুমসডে টিজার দেখেছি এবং এটা বেশ ভালো। এবং এতে অনেক ডুম রয়েছে। এই প্রতিক্রিয়ার পর তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। এছাড়া ভক্তরা নানান হিসাব নিকাশ ও অধীর আগ্রহে অপেক্ষা করছেন টিজারটির জন্য।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ডক্টর ডুমকে মূল খলনায়ক হিসেবে ঘোষণা করার পর থেকেই ভক্তরা তার একটি ঝলক দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। আর টিজারেই যদি তার পর্যাপ্ত সময় দেখা যায়, তবে আসন্ন সিনেমা আমাদের জন্য আরও বড় চমক নিয়ে আসবে।
প্রসঙ্গত, টিজারটি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশেস’ সিনেমার সাথে মিলিয়ে মুক্তি দেওয়া হতে পারে।
আজকালের খবর/আতে