প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম

পরহেজগার মেয়ে নাটকের মধ্য দিয়ে পথচলা শুরু করলো এ প্রজন্মের মুখ অরা। পুরো নাম জান্নাতুন অরা। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেন নাজমুল হুদা নাজিম। এতে আরো অভিনয় করেছেন আকাশ রঞ্জন, মম শিউলি, রাহুল দেবরাজ প্রমুখ।
কাব্য মাল্টিমিডিয়ার ব্যানারে টিভি চ্যানেলে প্রচারের লক্ষে নাটকটি নির্মাণ করা হয়েছে। গল্পটিতে অরা কুসুম চরিত্রে অভিনয় করেছে। ভালো বউয়ের মূল্য অনেক পরিবার দিতে পারে না এমন মেসেজ রয়েছে গল্পটিতে।
এ ব্যাপারে অরা বলেন, নাটকটি করে আমার ভালো লেগেছে। কারণ নাটক সমাজের কথা বলে এই ধরনের নাটক করতে আমার ভালো লাগে।
পরিচালক নাজমুল হুদা নাজিম বলেন, আমি সবসময় নতুন শিল্পী নিয়ে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করি। অরা ভালো অভিনয় করেছে, তার চেষ্টা ভালো ছিল।
আজকালের খবর/আতে