প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। দুই সপ্তাহ পার হলেও তিনি পুরোপুরি সুস্থ হননি। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল গত সপ্তাহে জানিয়েছিলেন, হাসান মাসুদ এখনই বাসায় ফিরার উপযুক্ত অবস্থায় নেই। চিকিৎসকেরা আরও কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো, তবে ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। রক্ত ও স্নায়ু সংক্রান্ত কিছু জটিলতা আছে, যার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা বলেছেন, এখনই বাসায় নেওয়া যাবে না। আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
বুধবার খোঁজ নিতে গিয়ে জানা গেল, হাসান মাসুদের শারীরিক অবস্থা নিয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ। অভিনয় শিল্পী সংঘের সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এখনো হাসপাতালেই রয়েছেন তিনি। চলছে চিকিৎসা। আরও বেশ কয়েকদিন লাগবে তার সুস্থ হতে।
গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। পরে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।
তখন চিকিৎসকেরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোক করেছিলেন এবং সামান্য হার্ট অ্যাটাকও হয়েছিল। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
আজকালের খবর/আতে