শনিবার ১৫ নভেম্বর ২০২৫
খ্যাতিমান পরিচালক মমতাজ আলীর ২৮তম প্রয়াণ দিবস আজ
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম
দেশীয় চলচ্চিত্রের বাণিজ্যিক তথা বিনোদনের ধারাকে সমৃদ্ধকারী নির্মাতাদের অন্যতম মমতাজ আলী। চলচ্চিত্র পরিচালক। তাঁর নির্মিত প্রায় সব চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যবসাসফল এবং সিনেমাদর্শক কর্তৃক সমাদৃত হয়েছে।  

এমন এক সময় গেছে যাঁর নামেই সিনেমা হলে ছবি চলতো। তিনি সামাজিক এ্যাকশান ছবির সুপারহিট পরিচালক মমতাজ আলী। এই খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এর মৃত্যুবার্ষিকী আজ । তিনি ১৯৯৭ সালের ৮ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। 

মমতাজ আলী ১৯৩৭ সালের ১৬ জানুয়ারি, ঢাকায় জন্মগ্রহণ করেন। বালক বয়সেই তিনি বাড়ি থেকে পালিয়ে, বোম্বে চলে যান। জানা যায় তিনি, বোম্বের বিভিন্ন ফিল্ম ইউনিটে কাজ করার পাশাপাশি সেখানকার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ১০/১২ টি ছবিতে অভিনয় করেন। তিনি ‘রাজ কাপুর’-এর সাথে কাজ করেছেন বলেও জনশ্রুতি আছে। 

মমতাজ আলী ১৯৫৭ সালে ঢাকায় ফিরে আসেন। ঢাকায় এসে প্রথম, এ জে কারদারের ‘জাগো হুয়া সাভেরা’ ছবিতে সহকারী হিসেবে কাজ শুরু করেন। 

এছাড়াও লাহোরে ও ঢাকায় আরো অনেক পরিচালেকর সাথেই কাজ করেছেন তিনি। ‘আকাশ আর মাটি’সহ কয়েকটি ছবিতে তিনি অভিনয়ও করেছেন । 

মমতাজ আলী পরিচালিত প্রথম ছবি ‘নতুন নামে ডাকো’ মুক্তিপায় ১৯৬৯ সালে । তাঁর পরিচালিত অন্যান্য ছবিগুলোর মধ্যে আছে- নতুন ফুলের গন্ধ, রক্তাক্ত বাংলা, সোনার খেলনা, কে আসল কে নকল, ঈমান, কুদরত, নালিশ, নসীব, উসিলা, নিয়ত, কারণ, বিশাল, নতিজা, সোহরাব রুস্তম ।

তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে..., অমন করে যেও নাগো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি..., ও দাদা ভাই মূর্তি বানাও..., কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে..., 

খোদার ঘরে নালিশ করতে দিলো না আমারে, পাপ-পূণ্যের হিসাব এখন মানুষে করে...,-এমন আরো অনেক কালজয়ী জনপ্রিয় গান থাকতো মমতাজ আলী পরিচালিত ছবিতে। 

মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্র বিশিষ্টজনদের মত মমতাজ আলী কর্মকে তরুন প্রজন্মের মাঝে মেলে ধরতে সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা হলে ইন্ডাস্ট্রি উপকৃত হবে।

মমতাজ আলী শারীরিকভাবে চলে গেছেন কিন্তু রয়ে গেছে তাঁর কর্ম ও জীবন। তিনি সমৃদ্ধ করে গেছেন আমাদের চলচ্চিত্রশিল্প। চলচ্চিত্র মাধ্যমের কর্মীরা যতবেশী মমতাজ আলীর মতো নির্মাতা এবং মানুষকে অনুসরণ করবেন, তাঁর কর্ম নিয়ে করবেন চর্চা, ততবেশী সমৃদ্ধ হবে আমাদের চলচ্চিত্রমাধ্যম।- সূত্র- আজাদ আবুল কালাম

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশের গন্ডি পেরিয়ে ফারদিন এখন আন্তর্জাতিক অঙ্গনে
নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ
ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে নির্বাচিত সরকার : শিল্প উপদেষ্টা
আজ থেকে চালু হলো পুলিশের নতুন পোশাক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লকডাউনের পর এবার শাটডাউন আতঙ্ক
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি ঘাতক লিমন মিয়ার
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি নিহতের বন্ধু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft