শনিবার ১৫ নভেম্বর ২০২৫
গুরুতর অসুস্থ বরেণ্য পরিচালক শেখ নজরুল
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম
তিন মাসের মাথায় ফের অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ‘চাঁদের আলো’খ্যাত সিনেমার বরেণ্য নির্মাতা শেখ নজরুল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা।

জানা গেছে, নিজ বাসায় গতকাল (বৃহস্পতিবার) রাতে মাইল্ড স্ট্রোক করেন শেখ নজরুল। পরে তাকে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। 

এ ব্যাপারে শেখ নজরুলের শ্যালক পরিচালক সৈয়দ মোকলেছুর রহমান আজকালের খবরকে বলেন, বৃহস্পতিবার রাতে তিনি মাইল্ড স্ট্রোক করেন। পরে তাকে আমরা ইবনে সিনায় নিয়ে যাই। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ, ডায়বেটিকসহ বার্ধ্যকজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

আশানরূপ চিকিৎসা না পেলে তাকে আমরা স্থানান্তর করবেন বলে জানিয়েছেন সৈয়দ মোকলেছুর রহমান। 

দুই সন্তানের জনক শেখ নজরুল ছোট ছেলের কাছেই থাকেন। বড় ছেলে দেশের বাইরে অবস্থান করছেন।

খান আতাউর রহমান ও জহির রায়হানের সঙ্গে সহকারী হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নাম লেখানো শেখ নজরুল পরবর্তীতে চাবুক(১৯৭৪), ‘নদের চাঁদ’ (১৯৭৯), ‘এতিম’ (১৯৮০), ‘নাগিন’, ‘মাসুম’ (১৯৮১), ‘ঈদ মোবারক’ (১৯৮২), ‘আশা’ (১৯৮৩), ‘পরিবর্তন’ (১৯৮৪), ‘নতুন পৃথিবী, ‘দিদার’ (১৯৮৭), ‘সালমা’ (১৯৮৮), ‘বউ শ্বাশুড়ী’, ‘কসম’ (১৯৮৯), ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’ (১৯৯১), ‘চাঁদের আলো’ (১৯৯২), ‘চাঁদের হাসি’ (১৯৯৩), ‘চক্রান্ত’ (১৯৯৬), ‘সিংহ পুরুষ’ (১৯৯৮), ‘সব খতম’ (২০০৩), ‘দমন’ (২০০৫), ‘জোছনার প্রেম’ (২০০৬), ‘মা বড় না বউ বড়’ (২০০৯) প্রভৃতি।

ষাটের দশকে তিনি ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন। লেট দেয়ার বি লাইট (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয়ও করেন। 

নব্বই দশকের শুরুতে চাঁদের আলো সিনেমায় আনোয়ারার মেয়ে মুক্তিকে ব্রেক দেন।  শেখ নজরুল নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে ১৯৩৫ সালের ৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাশ করে চলচ্চিত্র জীবন শুরু করেন কাহিনীকার হিসেবে। 

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশের গন্ডি পেরিয়ে ফারদিন এখন আন্তর্জাতিক অঙ্গনে
নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ
ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে নির্বাচিত সরকার : শিল্প উপদেষ্টা
আজ থেকে চালু হলো পুলিশের নতুন পোশাক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লকডাউনের পর এবার শাটডাউন আতঙ্ক
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি ঘাতক লিমন মিয়ার
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি নিহতের বন্ধু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft