গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর মগবাজারস্থ ইনসাফ আল বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও বাচসাস সিনিয়র সদস্য মাহমুদা চৌধুরী। তিনি হাসপাতালটির নেফ্রোলজিস্ট অধ্যাপক ডাক্তার এহতেশামুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন- বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে হৈমন্তী চৌধুরী।
গত ২৪ অক্টোবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালটিতে আনা হয়। দ্রুত পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ওইদিনই ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালটির ৬১৩ নাম্বার কেবিনে চিকিৎসাধীন। সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর ও বাচসাস সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।
জানা গেছে, দীর্ঘদিন যাবত কিডনিজনিত জটিলতা, উচ্চ রক্তচাপ, থাইরয়েডসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বর্ষীয়ান সাংবাদিক মাহমুদা চৌধুরী।
তার মেয়ে হৈমন্তী চৌধুরী তার মায়ের দ্রুত সুস্থতায় সহকর্মী,সুহৃদ ও স্বজনদের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, বরেণ্য পরিচালক ড. মতিন রহমান অসুস্থ মাহমুদা চৌধুরীর সুস্থতা কামনা করেছেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত হয়েছে মাহমুদা চৌধুরীর গবেষণা গ্রন্থ “জহির রায়হানের চলচ্চিত্র : সমাজ ভাবনা”। তার লেখা, “নারী : অর্ধেক পৃথিবী” গ্রন্থটি ঋদ্ধ জনের প্রশংসা পেয়েছে। ১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকায় মাহমুদা আপার সাংবাদিকতা শুরু। আশির দশকে চলচ্চিত্র সমালোচক হিসেবে পরিচালক খান আতাউর রহমান, এহতেশাম, দেওয়ান নজরুল, শেখ নজরুল, আলমগীর কবির, কামাল আহমেদ, প্রযোজক হাবিবুর রহমান, নায়ক রাজ রাজ্জাক, শফি বিক্রমপুরী, ছটকু আহমেদের মতো ব্যক্তিত্বের সমীহ আদায় করেন। অধুনালুপ্ত বিচিত্রায় প্রায় দেড় দশক কাজ করে পরবর্তীতে তিনি দৈনিক দিনকালে যোগ দেন।