বুধবার ৫ নভেম্বর ২০২৫
শততম টেস্টের আগে সেঞ্চুরি মুশফিকের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:৪০ পিএম
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অবিস্মরণীয় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই এই কীর্তি গড়ার কথা তার। অবিস্মরণীয় সেই মাইলফলক ছোঁয়ার আগে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডানহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যান। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিজের প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিলেন এই অভিজ্ঞ ব্যাটার।

ঢাকা বিভাগের বিপক্ষে সিলেটের হয়ে খেলতে নেমে আজ প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৯তম শতকের দেখা পান মুশফিক। গতকাল ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। আজ সকালে সিলেটের লক্ষ্য ছিল ঢাকার প্রথম ইনিংসে করা ৩১০ রান টপকে লিড নেওয়া।

তবে চতুর্থ দিনের শুরুটা সিলেটের জন্য ভালো ছিল না। দিনের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেন এবং পরের ওভারে খালেদ আহমেদ আউট হয়ে গেলে ২৯০ রানেই ৯ উইকেট হারায় সিলেট। মুশফিক তখন ৯৬ রানে অপরাজিত, অন্য প্রান্তে দলের শেষ ব্যাটসম্যান নাবিল সামাদ। সেঞ্চুরি পাওয়া নিয়েই তৈরি হয় গভীর শঙ্কা।

কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে সেঞ্চুরি তুলে নেন ৩৮ বছর বয়সী এই তারকা। পেসার এনামুল হকের অফ স্টাম্পের বাইরের বলকে স্কুপ শটে উইকেটকিপারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। সেঞ্চুরির পর বোলারের দিকে তাকিয়ে তার আগ্রাসী উদযাপনও ছিল চোখে পড়ার মতো।

ঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টেকেননি। ২০৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ১১৫ রান করে তাইবুর রহমানের বলে বোল্ড হন তিনি। তার আউটের মধ্য দিয়েই ২৯০ রানে থেমে যায় সিলেটের প্রথম ইনিংস। আর ঢাকা পায় ২০ রানের লিড।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ঢাকা তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৭৫ রান তুলে মোট ১৯৫ রানের লিড নিয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের সঙ্গে পাওনা নিয়ে বিরোধ, আন্তর্জাতিক সালিশিতে যাচ্ছে আদানি
শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সীর মনোনয়নে দেবীদ্বারে আনন্দ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
বিএনপি মনোনয়ন বঞ্চিত আসলাম সমর্থকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: মাহফুজ আলম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft