বুধবার ৫ নভেম্বর ২০২৫
দুর্নীতি বন্ধে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার অভিনব উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া অফিসে ফাইল চলাচল ও সময়নিষ্ঠা নিশ্চিত করে দুর্নীতি বন্ধে একটি অভিনব পদ্ধতি চালু করেছেন। 

দফতর সূত্রে জানা যায়, প্রতিটি ফাইলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবী ও সময়সহ কোন ফাইল কোন কর্মকর্তা  কতক্ষণ বিলম্ব করে স্বাক্ষর করলেন এবং কি কারণে বিলম্ব করলেন ইত্যাদি বিষয়গুলি এই পদ্ধতির মধ্যে দিয়ে স্পষ্ট হয়। ফলে ফাইল সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সবাই সময়ের মধ্যেই ফাইল স্বাক্ষর করে দিচ্ছেন অযথা ফেলে রাখছেন না এতে অফিসে অনিয়ম অনেকটাই কমেছে এবং অধিকাংশ ফাইলিং এর কাজ, দিনের কাজ দিনেই  শেষ হয়ে যায়। ফলে সকল প্রশাসনিক কাজ অতি দ্রুততার সহিত শেষ হচ্ছে এবং সেবা গৃহীতারা দুর্ভোগ ও হয়রানির হাত থেকে রক্ষা পাচ্ছে। আগে যেখানে ফাইল দিনের পর দিন পড়ে থাকতো এখন সেই অবস্থার পরিবর্তন হওয়াতে সেবা গ্রহন করতে আসা সবাই খুশি। এতে সার্বিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হচ্ছে।

এলজিইডি ঢাকা জেলার বাস্তব উন্নয়নকার্যের সুফলও স্থানীয়রা পাচ্ছেন—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদফতরের তত্ত্বাবধানে ও এলজিইডি ঢাকা জেলার বাস্তবায়নে বর্তমান নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকার দুই সিটিতে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সমাপ্তপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়ের উপস্থিতিতে (ছয়তলা দৃষ্টিনন্দন ভবন) শুভ উদ্বোধন করে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে আরও ২২ টি বিদ্যালয় এর কাজ সমাপ্ত করে শুভ উদ্বোধন করা হবে এতে বিদ্যালয় সংশ্লিষ্ট আশেপাশের শতশত কোমলমতি ছেলেমেয়েরা নতুন পরিবেশে পাঠদানের সুযোগ পাবে যার ফলে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাবে এবং লেখাপড়ার মান আরো উন্নতর ও সহজ হবে। 

এলজিইডি সূত্রে বলা হয়, ২০২৭ সালের মধ্যেই ঢাকা জেলায় মোট ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে একই ধাঁচের ভবন নির্মাণ সম্পন্ন হবে।

এছাড়া টঙ্গী-আশুলিয়া অঞ্চলের কামারপাড়া প্রত্যাশা ব্রিজ ও নবাবগঞ্জের বান্দুরা ব্রিজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে—এই ব্রিজগুলো বাস্তবে দাঁড়ালে স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমে যাবে বলে এলাকাবাসী আশাবাদী। ধামরাই-সোয়াপুর ডিসি থেকে সাভার বাজার পর্যন্ত ১৫.৭ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন খানাখন্দে ভরা ছিল; সেটিও পাকা হয়ে সাধারণ মানুষের যাত্রা অনেক সহজ ও নিরাপদ হয়েছে, দাবি করা হয়েছে। ঢাকা জেলা দেশের রাজধানী হওয়ায় এর গুরুত্ব বিবেচনা করে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার তথা আমাদের মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় এরকম একাধিক প্রকল্পের মাধ্যমে ছোট বড় অনেকগুলো উন্নয়নমূলক কাজ ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় হতে বাস্তবায়ন হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া  তার রাজনৈতিক পটভূমি ও কর্মজীবনের সম্পর্কে জানান, ছাত্রজীবনে  ছাত্ররাজনীতি ও রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে বিভিন্ন সময়ে অন্যায় ভাবে বিভাগীয় মামলা রজু করা,ডাম্পিং পোস্টিং এবং ওএসডি-র করাসহ বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তিনি দমে যাননি। তিনি বলেন, আওয়ামী লীগের সময় বিভিন্ন হয়রানির শিকার হলেও দমে যাইনি। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান এই দায়িত্বে আছি। কর্তৃপক্ষ যতদিন চাইবে ততদিন আপসহীন ভাবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। কোন চাপের কাছে নতিস্বীকার করবো না।

বাচ্চু মিয়া আরও অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই লাইসেন্সবিহীন কিছু ঠিকাদার অনৈতিকভাবে কাজ দেয়ার প্রস্তাব দেন।  তিনি এভাবে কাজ দেওয়ার বিষয়টি অস্বীকার করার ফলে কয়েকজন ভূয়া লাইসেন্স বিহীন ঠিকাদার এবং ফ্যাসিস্টরা একসঙ্গে হাত মিলিয়ে তাঁকে অপসারণের ষড়যন্ত্র করেছে—তবে তিনি তার সততা ও কাজের মনোভাব বজায় রেখে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান। তিনি বলেন, আমি দমে যাওয়ার পাত্র নই; ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমি আমার সততা নিয়ে কাজ করে যাবো। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, তবু জনগণের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি জানান, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, আসিফ স্যারের নির্দেশনা ও দৃঢ় নেতৃত্বে দুর্নীতি নির্মূলের পথে  জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।  আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ।

আজকালের খবর/








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের সঙ্গে পাওনা নিয়ে বিরোধ, আন্তর্জাতিক সালিশিতে যাচ্ছে আদানি
শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সীর মনোনয়নে দেবীদ্বারে আনন্দ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
বিএনপি মনোনয়ন বঞ্চিত আসলাম সমর্থকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: মাহফুজ আলম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft