প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:২১ পিএম

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
সমবায় কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, ওসি সালাউদ্দিন আহমেদ ,সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার দেওয়ান জাহাঙ্গীর, বিএডিসি সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন ও উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আকমল হোসেন আদর্শ কো অপারেটিভ ইউনিয়নের সেক্রেটারি সমবায়ী মাসুদ রেজা শিশির বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ প্রমুখ।
আজকালের খবর/বিএস