প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম

‘সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে গণমাধ্যম টিকবে না’-এই আহ্বান জানিয়ে গাজীপুরে ৩৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েতউল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন-মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন, এফ এম কামাল হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার জন্য নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং দশম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। এছাড়া সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।
সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন বলেন, সরকার আসে, সরকার যায়-কিন্তু সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও সাংবাদিকদের ন্যূনতম প্রাপ্য বেতন ও সুযোগ-সুবিধা বাস্তবায়ন হয় না। অবিলম্বে নবম ওয়েজবোর্ড কার্যকর ও সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনসব ধরনের গণমাধ্যমকে একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি জানাচ্ছি। বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও উপস্থিত থেকে ৩৯ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
আজকালের খবর/ এমকে