মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
কক্সবাজারে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:০২ পিএম
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর চট্টগ্রাম অঞ্চলের বর্ধিত সভা কক্সবাজারের হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের হল রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন- বিএফএ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. সরওয়ার জাহান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক  আমিরুল হাছান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, ঢাকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম। রাঙামাটি আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজসহ অন্যান্য কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রম, মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

বর্ধিত সভায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি রেঞ্জারদের ফুল দিয়ে বরণ ও অভিনন্দন জানানো হয়। সভায় পদোন্নতি, বেতন গ্রেড উন্নীতকরণ, মাঠ পর্যায়ের কার্যক্রমের গতি বৃদ্ধি, বন দস্যুদের হামলায় আহত/নিহত ফরেস্টার–ডেপুটি রেঞ্জারদের কল্যাণ, এবং কমিটির শূন্য পদ পূরণসহ গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে—সংগঠনের শক্তি, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে বিএফএ-এর কার্যক্রম আরও সুসংগঠিত, কার্যকর ও সদস্যবান্ধব করা হবে। এছাড়া ফরেস্টার ও ডেপুটি রেঞ্জারদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রশ্নে যেকোনো অপতৎপরতা ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা নেতৃবৃন্দ স্পষ্ট করে জানান।

প্রধান আলোচক আমিরুল হাছান  বক্তব্যে বলেন, সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তিনি বদ্ধপরিকর। ফরেস্টার ও ডেপুটি রেঞ্জারদের সামগ্রিক স্বার্থে দেশের যেকোনো স্থানে ও যেকোনো পরিস্থিতিতে এক টেবিলে বসে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
স্কেল মামলার আপডেট, পদোন্নতি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পূর্ণমিলনী আয়োজন, এবং পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভার সাফল্যসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এছাড়া সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্জুরুল ইসলাম  সোহেল, আব্দুল মান্নান, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শাহানশাহ নওশাদ, সমীর রঞ্জন সাহা, চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক,  এমদাদুল হক, জুয়েল চৌধুরী, এমদাদুল হাসান টগর, মোঃ রোকনুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএফএ-এর অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুয়েল চৌধুরী। শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে রাত ১১টায় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই
স্বামী বিএনপির মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
বিএনপি মনোনয়ন বঞ্চিত আসলাম সমর্থকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
মনোনয়ন না পেয়ে মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলায় আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ
সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান
আজ জেলহত্যা দিবস
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft