প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১:৩২ পিএম				
				
			 
					
‘‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় ৫৪ তম সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) ২০২৫ উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের সম্মিলিত আয়োজনে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এ দিবস পালিত হয়। 
সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলনের মাধ্যমে উপজেলা চত্তরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যেগে বর্ণাঢ্য সমবায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার শারমিন আক্তার প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল। 
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রাসেল বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষকে সমিতির আওতায় এনে সমবায়ী বানাতে হবে। বিধবা ও বয়ষ্ক ভাতার সুবিধাভোগীদের নিয়ে সমিতি করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, জিল্লুর রহমান মাস্টার, আতিয়ার রহমান মাস্টার ও আলতাফ হোসেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, এবছর কোন কালেশন ছাড়াই অনুষ্ঠান করা হয়েছে, অনুষ্ঠানের সমস্ত সফলতাই সকল সমবায়ীদের, আর ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন।
আজকালের খবর/বিএস