প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:০৩ পিএম

কুমিল্লার দেবীদ্বারে বিষাক্ত সাপের কামড়ে মামুনুর রশিদ (৪০) নামে এক কৃষক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর বেলায় উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া নায়েব আলী ফরেস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ মৃত: হাজী মস্তাজ উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় গোয়াল ঘরে গরুর চিৎকার শুনে মামুন গোয়াল ঘরে যান। গরুগুলোকে খাবার দিয়ে ফেরার পথে পায়ে বিষধর সাপ ধ্বংশন করেছে অনুভব করে তার বড় ভাই রহিমকে বলেন, ভাই আমাকে সাপে কামড় দিয়েছে। তাৎক্ষণিক দেবীদ্বার থেকে ওঝা নিয়ে যান। ওঝা চিকিৎসা দিয়ে বলেন, এখন আর সমস্যা নাই, এখন বিপদমুক্ত, এখন ফুটবল খেলতে পারবেন। ওঝা চলে আসার পর মামুনের অবস্থা আশংকাজনক দেখা দিলে তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে নেয়ার পর চান্দিনা থেকে আরো একটি ওঝার দল নিয়ে আসলে, তারা জানান এখন আর কিছুই করার নেই।
আজকালের খবর/বিএস