সোমবার ২৭ অক্টোবর ২০২৫
মৈত্রী শিল্পে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন
নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের তীব্র প্রতিবাদ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:১৯ পিএম
গাজীপুরের টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতাধীন মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) কাজী মাহবুব উর রহমান সম্প্রতি তার বিরুদ্ধে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত দুর্নীতির অভিযোগকে 'সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত' আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

কাজী মাহবুব উর রহমান বলেন, 'আমি ১৪ জুলাই ২০২৫ তারিখে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত চলমান অর্থবছরে কোনো টেন্ডার আহ্বান করা হয়নি, ফলে কোনো মালামাল ক্রয়ও সম্পন্ন হয়নি। তবুও আমাকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার যে প্রচেষ্টা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সূত্রে জানা যায়- কারখানা ব্যবস্থাপক মোঃ মহসিন আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত। তার সহযোগী মোঃ রিয়াজ উদ্দিন, আসাদুল হক, আব্দুস সামাদ, মোঃ হাফিজুর রহমান, সৈয়দ ওশিউর রহমানসহ কয়েকজন অসাধু কর্মকর্তা-কর্মচারী মিলে প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের অডিট কার্যক্রমে এসব অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় বলে জানান তিনি। অডিট প্রতিবেদনে উল্লেখ রয়েছে-ঠিকাদারদের কাছ থেকে ভ্যাট/ট্যাক্স আদায় না করা, মালামাল বুঝে না নিয়েই বিল পরিশোধ করা, বিক্রিত মালামের ১ কোটি ৬২ লক্ষাধিক টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে।

তিনি বলেন, এই অডিট রিপোর্ট প্রকাশের পরই দুর্নীতিবাজ চক্র আতঙ্কিত হয়ে ওঠে এবং অডিট কার্যক্রম ব্যাহত করার জন্য নানা অপতৎপরতা শুরু করে। তারা আমার বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের ব্যবহার করে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাতে থাকে, এমনকি কিছু নারী কর্মচারীকেও লেলিয়ে দিয়ে আমার মানহানি করার চেষ্টা চালানো হয়।

কাজী মাহবুব উর রহমান আরও জানান, ২০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে তারা পরিকল্পিতভাবে কারখানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিয়ে ভীতিপ্রদর্শনের মাধ্যমে কর্মচারীদের মানববন্ধনে বাধ্য করে। প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোটিশপ্রাপ্ত ও বদলিকৃত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী-সালমান শাহরিয়ার, কামরুন নাহার শান্তা, ফারজানা আক্তার দিপ্তী, মীর মোঃ তাহের আলী-এই ষড়যন্ত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি দাবি করেন, তাদের উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক স্থবিরতা তৈরি করে ব্যক্তিস্বার্থ হাসিল ও দীর্ঘদিনের দুর্নীতির তথ্য ধামাচাপা দেওয়া। তাদের অপপ্রচার ও মানববন্ধনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান বলেন, আমার কঠোর অবস্থানের কারণে তাদের অনিয়ম বন্ধ হয়ে যাওয়ায় তারা আমাকে অপসারণের ষড়যন্ত্রে নেমেছে। এসব মিথ্যা প্রচারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
টস হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা পরিষ্কার: উপদেষ্টা সাখাওয়াত
গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, একদিনে ৬ জনের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়া-১ আসনে আলোচনার শীর্ষে এ কে এম আহসানুল তৈয়ব জাকির
দুর্নীতিগ্রস্থ মানসুরার পদায়ন ঠেকাতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে অবরুদ্ধ
গৌরনদীতে বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বধূ বরণ
গুলশানে ডাক পেলেন দেবিদ্বারের পাঁচ নেতা
অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft