যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। মালয়েশিয়ায় হওয়া এ চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাস্প নিজেও। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এসময় উপস্থিতিত ছিলেন। খবর আল জাজিরার।
ট্রাম্পের এশিয়া সফরের প্রথম ধাপেই এ চুক্তি স্বাক্ষরিত হল। সফরের শেষ পর্বে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘এটিকে অনেকেই অসম্ভব বলে ভেবেছিলেন, আমি অসম্ভবকে সম্ভব করেছি।’
তিনি এই সফরকে তার এশিয়া সফরের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
থাই প্রধানমন্ত্রী অনুতিন বলেন, ‘এই চুক্তি টেকসই শান্তির ভিত্তি তৈরি করবে।’ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, ‘এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য ঐতিহাসিক দিন।’
আজকালের খবর/ এমকে