বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পাশাপাশি স্বাধীন বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি সর্বপ্রথম আস্থা ও বিশ্বাস (বিসমিল্লাহির রাহমানির রাহিম) স্থাপন করেছিলেন। বিএনপি ক্ষমতায় আসলে তা পুনর্বহাল করা হবে বলে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
তিনি বলেন আমি যদি দলের মনোনয়ন নাও পাই তবুও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হয়ে বিগত দিনগুলোতে যেভাবে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
সোমবার (২০অক্টোবর) বহুল পরিচিত জনপ্রিয় জাতীয় দৈনিক আজকালের খবরের গৌরনদী উপজেলা সংবাদদাতা কাজী রনি'র মুঠোফোনে একান্ত আলাপের মাধ্যমে বরিশাল জেলার গৌরনদী আগৈলঝাড়া উপজেলা সহ দেশব্যাপী সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
তিনি আরো বলেন দলমত নির্বিশেষে জনসাধারণের যেকোনো সমস্যায় তাকে অবহিত করতে তিনি তার সর্বচ্চো আন্তরিকতার সহিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকবেন।
পাশাপাশি বিএনপি যদি এবার তাকে মনোনয়ন হিসেবে ধানের শীষ প্রতীক উপহার দেয় তাহলে আমার বিশ্বাস গৌরনদী - আগৈলঝাড়ার সর্বসাধারনের ভালোবাসায় তিনি জয়লাভ করে শতভাগ আস্থার সাথে মানুষের কাঙ্খিত মনের বাসনা পুরোনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মনে করি বরিশাল-১ আসনে অন্যান্য মনোয়ন প্রার্থী যারা রয়েছেন তারাও যোগ্য দক্ষ এবং তাদেরও দলে ত্যাগ রয়েছে এবং সবাই মিথ্যা মামলায় কারাগারে ছিলেন, আমিও মিথ্যা মামলা সহ পুলিশি নির্যাতনের স্বীকার হয়েছি,কিন্ত দল মনোনয়ন দিবেন একজনকে।আমি বিশ্বাস করি এবং আস্থা রয়েছে যে অন্য মনোনয়ন প্রত্যাশিরাও, যারা মনোনয়ন পাবেন না তাহারা, যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন।আমরা জানি ব্যাক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড় সুতরাং দেশের স্বার্থে, দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সবাই কাজ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
পরিশেষে তিনি আরো বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ওয়াদা বদ্ধ যদি দল আমাকে মনোনীত করে আর আমি যদি মহান আল্লাহ তায়ালা রব্বুল আলামিনের রহমত ও জনসাধারণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি আমি আমার এলাকার সার্বিক উন্নয়ন মুলক কাজ ও সর্বসাধারনের একজন সেবক হয়ে নিরলস ভাবে তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবো ইনশাআল্লাহ।
আজকালের খবর/ এমকে