প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:১৯ পিএম

বরিশাল জেলার গৌরনদী উপজেলার মূলধারার পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে একান্ত মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শরীকলঅস্থ তার নিজ বাসভবন কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি দেশের সমসাময়িক, জনকল্যাণ ও দেশের অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্ব ও তাৎপর্য বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, আহ্বায়ক সরদার মনিরুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক কাজী বায়েজিদ রনি, যুগ্ম-আহ্বায়ক লোকমান হোসেন রাজু, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম-সদস্য সচিব ইয়াদুল ইসলাম, নারগিস সুলতানা, মাসুদ সরদার, জসিমউদদীন, সাকিবুল্লাহ বেলালি, সিফাত হোসেন সহ অনান্যরা।
পরিশেষে এম জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যে কোনো প্রতিকূল পরিবেশে তিনি ও তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আস্বস্ত করেন।
আজকালের খবর/ওআর