শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫
সিইপিজেডে আগুন, আশপাশের ভবনেও ছড়ানোর আশঙ্কা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৪০ এএম
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে লাগা আগুন কিছুতেই নেভানো যাচ্ছে না। 

বৃহস্পতিবার  (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আটতলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার পর থেকে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে এরই মাঝে ভবনের পুরোটাতে আগুন ছড়িয়ে পড়েছে। 

ইতোমধ্যে উপর থেকে নিচের দিকে আগুন ছড়িয়ে এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে।

আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যাক সদস্যরা। আগুন আরো বিস্তৃত হচ্ছে। আগুনের ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এতে করে আশপাশে ভবনেও আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নাম প্রকাশ না করার শর্তে রাত ১০টায় জানান, আগুন এখনো নেভেনি। এখন তৃতীয় তলা পর্যন্ত এসেছে। পুরো ভবনটিই জ্বলে পুড়ে যাচ্ছে। সেখান থেকে মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
 
জানা যায়, আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন যাতে আশপাশে ছড়াতে না পারে। এ ছাড়া ভয়াবহ এই আগুন নেভাতে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও।
 
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে। কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের
ফুটবলারদের আয়ে শীর্ষে রোনালদো
এইচএসসিতে ফেল করায় কীটনাশক খেয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি
১৭ ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মদনে বিয়ে করে বন্ধুকে পাঠান বাসর ঘরে!
শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডে বৃদ্ধ নিহত
ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft